সাফকো স্পিনিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯ ৭:৩০:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস্ লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০১৯ হিসাব বছরের (জুলাই-সেপ্টেম্বর ২০১৯) প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.৬২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ০.০৯ টাকা। এছাড়া শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.১২ টাকা। ৩০ সেপ্টেম্বর ২০১৯ কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৬০ টাকা।
আজ প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৮ টাকা ৪০ পয়সায়। গত এক বছরে ৮ টাকা ১০ পয়সা থেকে ২৫ টাকা ২০ পয়সায় ওঠানামা করে এর শেয়ারদর। এর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৯ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ২৩ কোটি ২০ হাজার টাকা। এর মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৮১ হাজার ৭১৬টি। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪১২ বার পড়া হয়েছে ।
Tagged