নিজস্ব প্রতিবেদক : সাবসিডিয়ারি কোম্পানি হোলসিম সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডকে একীভূতকরণে উচ্চ আদালতের অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ও হোলসিম সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডকে একীভূতকরণের অনুমতি দিয়েছে।
কোম্পানিটি গত ২১ নভেম্বর এ সংক্রান্ত সার্টিফাইড কপি পেয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল ২৬ নভেম্বর উক্ত রায়টি রেজিস্টার অব জয়েন্ট স্টকে জমা দেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ জানুয়ারি কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীরা একীভূতকরণের সিদ্ধান্ত অনুমোদন করে।
২০০৩ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬৪ দশমিক ৬৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিযোগকারীদের কাছে ১৬ দশমিক শূণ্য ২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক শূণ্য ৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৮ দশমিক ২৭ শতাংশ শেয়ার।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী