সাবেক কোম্পানি সচিবের পাওনা ৩৯ লাখ টাকা পরিশোধে প্রোগ্রেসিভ লাইফকে আইডিআরএ’র নির্দেশ

সময়: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ১১:২২:৫১ অপরাহ্ণ


বিশেষ প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের কাছে সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. জহির উদ্দিনের পাওনা ৩৯ লাখ ৭৮ হাজার টাকা পরিশোধে কোম্পানিটিকে ফের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আগামী সাত কর্মদিবসের মধ্যে এই পাওনা পরিশোধ করে কর্তৃপক্ষকে অবহিত করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে আইডিআরএ। গতকাল আইডিআরএ’র পরিচালক (উপ-সচিব) মোহা. আব্দুল মজিদের স্বাক্ষরে প্রোগ্রেসিভ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো জহির উদ্দিনের পাওনা পরিশোধে কোম্পানিটিকে চিঠি পাঠালো আইডিআরএ। এর আগে গত ১৫ আগস্ট পাওনা পরিশোধে দ্বিতীয় দফা চিঠি দেয় কর্তৃপক্ষ। গত ২ জুলাই আরেক চিঠিতে এক মাসের মধ্যে মো. জহির উদ্দিনেরহ পাওনা পরিশোধ করে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেয়া হয়েছিল।

ওই আদেশ প্রতিপালন না হওয়ায় প্রোগ্রেসিভ লাইফকে ফের চিঠি দেয় আইডিআরএ। গতকাল আইডিআরএ’র পরিচালক (উপ-সচিব) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত চিঠিতে প্রোগ্রেসিভ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে বলা হয়, কোম্পানির সাবেক সচিব ও উপ- ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিনের আর্থিক পাওনাদি পরিশোধের বিষয়টি নিষ্পত্তি করে কর্তৃপক্ষকে আবশ্যিকভাবে অবহিত করার জন্য পত্র প্রেরণ করা হয়। কিন্তু অদ্যবদি উক্ত বিষয়টি নিষ্পত্তিপূর্বক কর্তৃপক্ষকে কোন কিছু অবহিত করা হয়নি। যা অনভিপ্রেত ও কর্তৃপক্ষের নির্দেশনা অমান্যের সামিল।

এমতাবস্থায়, শুনানিতে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী জহির উদ্দিনের দাবিকৃত আইনসঙ্গত পাওনা ৩৯ লাখ ৭৮ হাজার ১২০ টাকা আগামী সাত কার্য দিবসের মধ্যে পরিশোধ করে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য পুনরায় নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ১৫ আগস্ট আইডিআরএ’র পরিচালক (উপ-সচিব) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কোম্পানির সাবেক সচিব মো. জহির উদ্দিনের আর্থিক পাওনাদি পরিশোধের বিষয়ে কোম্পানির ব্যাখ্যা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হস্তগত হয়।

উক্ত ব্যাখ্যার স্বপক্ষে কোম্পানি কোনো প্রমাণক দাখিল করতে পারেনি বিধায় জবাবটি গ্রহণযোগ্য নয়। কোম্পানি কর্তৃক এমন কার্যক্রম কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রতিপালন না করে কালক্ষেপন করা, যা কর্তৃপক্ষের ন্যায়সঙ্গত নির্দেশ অমান্যের সামিল। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে এমন কার্যক্রমের দায় আপনার উপর বর্তাবে। এতে বলা হয়, কোম্পানির সাবেক সচিব মো. জহির উদ্দিন থেকে প্রাপ্ত কাগজপত্রাদি পর্যালোচনায় তার দাবীর স্বপক্ষে আইনানুগ ভিত্তি রয়েছে মর্মে প্রতীয়মান হয়। এমতাবস্থায়, শুনানীতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মো. জহির উদ্দিনের আইনসঙ্গত ও যৌক্তিক পাওনাদি পরিশোধপূর্বক ছাড়পত্র প্রদান করে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২ জুলাই জহির উদ্দিনের পাওনা পরিশোধ করতে প্রোগ্রেসিভ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়ে চিঠি পাঠায় আইডিআরএ। এতে বলা হয়, কোম্পানির প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. জহির উদ্দিনের অবসর পরবর্তী আর্থিক পাওনাদি পরিশোধ না করার বিষয়ে গত ১১ জুন,২০২৪ ইং তারিখে শুনানী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত শুনানীতে কর্তৃপক্ষ কর্তৃক কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তগুলো হচ্ছে- প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আপোষ মিমাংসার ভিত্তিতে আগামী ১ (এক) মাসের মধ্যে জহিরের যুক্তিসঙ্গত আর্থিক পাওনাদি পরিশোধ করবে। জহির কোম্পানির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিবেন। এছাড়া, অনতিবিলম্বে জহিরকে চাকুরি হতে অবমুক্তির সার্টিফিকেট প্রদান করতে হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। শুনানীতে গৃহীত সিদ্ধান্ত যথাযথ পালনপূর্বক কর্তৃপক্ষ বরাবর অবহিত করার জন্য জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

Share
নিউজটি ২১ বার পড়া হয়েছে ।
Tagged