সালেহ স্টিলে বিনিয়োগ করবে এসএস স্টিল

সময়: মঙ্গলবার, আগস্ট ৪, ২০২০ ১২:৩০:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিনিয়োগ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড। কোম্পানিটি প্রথম পর্যায়ে ২৪ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ এসএস স্টিলে নতুন শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি সালেহ স্টিলের প্রায় ৯৯ শতাংশ শেয়ারে বিনিয়োগ করবে। আরও ১৩৪ কোটি টাকা কোম্পানির কারযক্রম পরিচালনার জন্য বিনিয়োগ করা হবে।
জানা গেছে, সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত। বাংলাদেশে সালেহ স্টিলের সুনাম রয়েছে। সুনামের সাথে দেশে স্টিল ব্যবসা পরিচালনা করছে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ। বছরে প্রায় ৮৪ হাজার মেট্রিক টন স্টিল উৎপাদনের ক্ষমতা রয়েছে সালেহ স্টিলের। সালেহ স্টিলে বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটির বছরে প্রায় ৫০০ কোটি টাকা টার্নওভার বাড়বে। যা কোম্পানির মুনাফা বাড়াতে সাহায্য করবে।
এসএস স্টিল নিজস্ব অর্থায়ন এবং পরিচালকদের শেয়ার মানি ডিপোজিট থেকে সালেহ স্টিলে বিনিয়োগ করবে।
কোম্পানিটি ইজিএম সংক্রান্ত তারিখ সময় ও ভেন্যু পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬৭ বার পড়া হয়েছে ।
Tagged