সিঙ্গেল ডিজিটে ঋণ : ৬ শতাংশ সুদে আমানত চায় বেসরকারি ব্যাংকগুলো

সময়: সোমবার, জুলাই ২২, ২০১৯ ৪:৩৪:২১ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেছেন, ‘সরকারের কাছ থেকে ৬ শতাংশ সুদহারে আমানত পেলে ৯ শতাংশ সুদহারে ঋণ বিতরণ করবেন বলে জানিয়েছেন বেসরকারি ব্যাংকের এমডিরা। পর্যায়ক্রমে সুদের হার ৬ ও ৯ শতাংশে নেমে আসবে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো চাপ নেই। কারণ শুধু ঘোষণা দিয়েই ৯ ও ৬ শতাংশ সুদহার বাস্তবায়ন করা সম্ভব নয়। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। তবে ভবিষ্যতে এটি বাস্তবায়ন হবে বলে বলেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান।’

গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে সব তফসিলি ব্যাংকের নির্বাহী পরিচালকদের (এমডি) নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবীর। বৈঠক কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমানত আর ঋণের সুদহার ৯ ও ৬ শতাংশে নামিয়ে আনার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে তাদের কোনো চাপ দেয়া হয়নি। তবে তারা পর্যায়ক্রমে তা নামিয়ে আনবেন। এজন্য আমানতকারীদের সহায়তা প্রয়োজন। কারণ আমানতকারীরা যদি ৬ শতাংশ সুদে তাদের আমানত না রাখেন, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ কী করে ৯ শতাংশ সুদহারে ঋণ বিতরণ করবে।’
তবে সরকারি টাকা ৬ শতাংশ সুদে বেসরকারি ব্যাংকগুলোর কাছে আমানত রাখছে কিনা জানতে চাইলে মাহবুবুর রহমান সে বিষয়ে সরাসরি কোন উত্তর দেননি।
তিনি বলেন, ‘আমাদের বাণিজ্য ঘাটতি কমতে শুরু করেছে এবং রপ্তানি বাড়ছে। এক্ষেত্রে কিছুটা সুবিধা পাচ্ছে ব্যাংক। আগামী জুন প্রান্তিকে এ উদ্যোগের আরো কিছুটা বাস্তবায়ন এবং খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।’
ঢাকা ব্যাংকের এমডি জানান, ‘শুধু একটি বিষয় নয়, এখানে বিস্তর আলোচনা হয়েছে। কিভাবে গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ঋণ বাড়ানো যায় সে চেষ্টাও করছে ব্যাংক খাত। দেশের খেলাপি ঋণ মার্চ প্রান্তিকে অনেকটা বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের পরামর্শ অনুযায়ী আগামী প্রান্তিকে কমিয়ে আনার উপর গুরুত্ব দেয়া হচ্ছে। আমরা আশা করছি, এই খেলাপি ঋণ জুন প্রান্তিকে না হলেও ভবিষ্যতে ১০ শতাংশের নিচে নেমে আসবে।’
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংক এবং পুরো ব্যাংক খাত মিলে ৯ ও ৬ শতাংশ সুদহার বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। সরকারি ব্যাংকগুলো এটা বাস্তবায়ন করলেও বেসরকারি ব্যাংকগুলো কেন পারছে না Ñএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব বেসরকারি ব্যাংকই যে ৯ শতাংশের উপরে সুদ নিচ্ছে তা নয়। কিছু কিছু বেসরকারি ব্যাংকও এটা বাস্তবায়ন করেছে। তবে সবগুলো ব্যাংক এই সুদহার বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন। আমরা সবাই মিলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪০৯ বার পড়া হয়েছে ।
Tagged