নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে সূচকের তীর উপরের দিকে থাকলেও তার স্থায়িত্ব ছিল প্রায় ৯০ মিনিট। এরপর সেল প্রেসারের কারণে একটানা সুচক নামতে থাকে। আজ দিনশেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৮৮ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার টাকা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪০৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮৯ কোটি ৩১ লাখ টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৯ পয়েন্ট কমে অবস্থান করে ৪০৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ৯৫০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৭৬ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩৭৭ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৮৮ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার টাকা।
আরও পড়ুন……
আবারও বেড়েছে পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময়
দায়িত্ব রদবদল করা হয়েছে বিএসইসির নির্বাহি পরিচালকদের
ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহর ভাই ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তারের দাবি
ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি
শেয়ার ক্রয় করবে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ১১ হাজার টাকা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান