মূল উৎপাদন কারখানার একটি অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটির প্রধান উৎপাদন বিভাগের একটি চুল্লি সংস্কারের জন্য আগামী ১৪ আগস্ট থেকে পরবর্তী দুই মাস অথবা তার বেশি বা কম সময় উৎপাদন বন্ধ থাকবে। চলতি বছরের অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে বন্ধ থাকা অংশটির কার্যক্রম পুনরায় শুরু করা হবে।
এদিকে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩০০ টাকা লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১২৪ টাকা থেকে ৩৩২ টাকায় ওঠানামা করে। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৯০.৪৪। হালনাগাদ অনিরিক্ষিত মুনাফার ভিত্তিতে মূল্য আয় অনুপাত ১৪৮.৪৭।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী