নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ‘এ’ ক্যাটাগরির একমি ল্যাবরেটরিজ আজগামীকাল মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামীকাল ও বুধবার এ দুই দিন কোম্পানিটি স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করবে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ দিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।
প্রসঙ্গত, কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ১২ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ (এজিএম) অনুষ্ঠিত হবে।
এদিকে গতকাল প্রতিটি শেয়ার সর্বশেষ ৬৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৬৫ টাকা থেকে ৯৭ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।
২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ২১১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০টি। ২০১৮ সালে কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী