স্পট মার্কেটে যাচ্ছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

সময়: বুধবার, জুলাই ১৭, ২০১৯ ৬:৪২:৩২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ বুধবার থেকে স্পট এবং ব্লক মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে আজ ও আগামীকাল কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন করবে। আগামী ২১ জুলাই রোববার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ দিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।
কোম্পানিটির শেয়ার গতকাল সর্বশেষ ৫৪ টাকায় লেনদেন হয়। গত এক বছরে ৪৩ টাকা থেকে ৭৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয় এ কোম্পানির শেয়ার। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩০ কোটি ৫২ লাখ টাকা। কোম্পানিটি ২০১৮ আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০১৭ সালে ১৫ শতাংশ ২০১৬ সালে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫১২ বার পড়া হয়েছে ।
Tagged