স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে যাচ্ছে ১২ কোম্পানি

সময়: রবিবার, নভেম্বর ১৭, ২০১৯ ৬:১৪:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আগামীকাল থেকে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- আনলিমা ইয়ার্ন, সায়হাম কটন, ফার কমিক্যাল, আলিফ ম্যানুফ্যাকচারিং, আলিফ ইন্ডাস্টিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, জেমিনী সী ফুডস, ন্যাশনাল ফিড মিলস, কাট্টলি টেক্সটাইল, রেনেটা, আমরা টেক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামীকাল এবং মঙ্গলবার কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন হবে। আগামী ২০ নভেম্বর বুধবার বিনিয়োগকারী নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ দিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত থাকবে। ২১ নভেম্বর থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন চালু হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৬৪ বার পড়া হয়েছে ।
Tagged