পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ‘এ’ ক্যাটারির কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স আগামী ২১ ও ২২ জুলাই (রবি ও সোমবার) স্পট মার্কেটে লেনদনে করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে আজ এ তথ্য জানা গেছে।
কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই। এদিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। প্রসঙ্গত, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থিকবছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামি ২২ আগস্ট ঢাকার পুরানা পল্টনস্থ ফার্স হোটেলে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সুত্রের তথ্য অনুযায়ী ২০১৭ সালে ১২ শতাংশ বোনাস, ২০১৬ সালে ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।
শেয়ারবাজার প্রতিদিন/রী