নিজস্ব প্রতিবেদক: ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৮ জানুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এক্সিম ব্যাংক। রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ জানুয়ারি এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, নাম পরিবর্তনে আগামী ২০ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।
ব্যাংকটির নাম এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি রাখার সিদ্ধান্ত নিয়েছে এর পর্ষদ।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা।
আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৪ পয়সায়।
আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২২ টাকা ৩২ পয়সা।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এক্সিম ব্যাংক।
আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা।