স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে গ্রামীণ ফোন

সময়: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ২:২৮:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগের আগামী ১১ ও ১২ আগস্ট স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ফোন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ আগস্ট এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষতি আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্র্বতীকালিন ১৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা ফেস ভ্যালুর প্রতিটি শেয়ারের বিপরীতে ডিভিডেন্ড হিসেবে ১৬ টাকা করে পাবে বিনিয়োগকারীরা।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে ৮ টাকা ৮৪ পয়সা আয় হয়েছিল।

এদিকে চলতি বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ১৪ টাকা ৬২ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ৩৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩ টাকা ৫৪ পয়সা ছিল।

 

Share
নিউজটি ৩৫ বার পড়া হয়েছে ।
Tagged