নিজস্ব প্রতিবেদক : তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বতন্ত্র পরিচালকদের নিয়ে সেমিনার করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী ১ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বতন্ত্র পরিচালকরা সাধারণ শেয়ারহোল্ডাদের স্বার্থ রক্ষায় কাজ করে। এ কারণে তাদের বেশ গুরুত্ব রয়েছে। আর তাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৯ উপলক্ষে ডিএসই এ সেমিনার আয়োজন করেছে।
ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান