শেয়ারবাজারে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে বলা সহজ হলেও তা প্রমাণ করা অনেক কঠিন। বিএসইসির গঠিত তদন্ত কমিটি ১২টি ইস্যু নিয়ে কাজ করবে। কিন্তু শেয়ার বাজারে বুক বিল্ডিং পদ্ধতিকে সবচেয়ে বিতর্কিত যে কোম্পানিটি করেছে সেটি হচ্ছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। বিভিন্ন ইস্যু ম্যানেজারদের সঙ্গে যোগসাজস করে কোম্পানিটির শেয়ার মূল্য অতিরিক্ত বাড়িয়ে ইস্যু মূল্য নির্ধারণ করেছিল। কিন্তু সে ব্যাপারে সবার জানা থাকলেও কেউ কোন কথা বলছে না।
বিএসইসি তদন্ত কমিটিকে যারা ১২টি ইস্যু নিয়ে কাজ করতে পরামর্শ দিয়েছে তাদের সঙ্গে ওয়ালটনের কোন ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ওয়ালটন থেকে তারা কোন বিশেষ সুবিধা গ্রহণ করেছে কিনা সেটি দেখার সময় এসেছে।
বিএসইসির তদন্ত কমিটি হোক স্বচ্ছ, পরিষ্কার এবং জবাবদিহিমূলক। ওয়ালটন যখন বাজারে আসে তখন কোম্পানির ইস্যু ম্যানেজার ত্রিপল এ ফাইন্যান্স বিভিন্ন বিডারদের কাছে গিয়ে বিশেষ সুবিধা প্রদান করেছে।
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলামের প্রতি বার বার দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি ক্ষমতার অপব্যবহার করে ওয়ালটনকে অনুমোদন দেয়। সে বিষয়ে দ্রুত তদন্ত করা উচিত।
১৯৯৬ সাল এবং ২০১১ সালে শেয়ারবাজারে ধসের পর তদন্ত কমিটির রিপোর্টের পর আর কিছু হয়নি। ওই দুই তদন্ত কমিটিকে নাম আনতে নিষেধ করেছিল। এখন নাম না এলে তদন্ত করেতো কোন লাভ নেই।
এবার কোনো রাজনৈতিক চাপ নেই। তদন্ত কমিটিকে সুনির্দিষ্ট ১২টি ইস্যুতে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এতে ওয়ালটন ইন্ডাস্ট্রিজের নাম বাদ পড়ায় বেশ শঙ্কা তৈরি হয়েছে।
অনিয়ম হয়েছে বলা সহজ কিন্তু তথ্য-প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করা কঠিন। কঠিন কাজটি সবাই মিলে করলে, কোন ফাঁক-ফোকর না রাখলে আশা করা যায় এই কমিশন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সক্ষম হবে। আর যদি তা করতে না পারে তাহলে জনরোষ তৈরি হবে।
যদি তারা নিজেরাই অপরাধী হন, তাহলে তাঁদেরও কাঠগড়ায় দাঁড় করানো হবে।
গত ২৫ বছরে শেয়ারবাজারে অনেক পীর-দরবেশ এসেছে। আর পীর সাহেব থাকলে, তাদের মুরিদও থাকে। তারাই এ নিয়ে নানা প্রশ্ন তারা তুলতে পারেন। কিন্তু তদন্ত কমিটিকে হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ।
এই ২৫ বছরে শেয়ারবাজার ২৫ কদমও এগোয়নি, উল্টো পেছনে গেছে। এ তদন্ত কমিটি সম্পূর্ণ সৎ ও নিরপেক্ষ থেকে কাজ করবে সে আশা সকলের।