নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কোম্পানিগুলো হলো- রেনউয়িক যজ্ঞেশ্বর, লিবরা ইনফিউশনস, প্রাইম ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, এবি ব্যাংক লিমিটেড, বিডি থাই, সালভো কেমিক্যাল, সাফকো স্পিনিং, অ্যাপোলো ইস্পাত, জাহিনটেক্স, খান ব্রাদার্স পিপি এবং ফু-ওয়াং সিরামিক লিমিটেড। ক্যাটাগরি পরিবর্তনের কারণে এসব কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ক্যাটাগরিতে ফিরেছে: নতুন এ নির্দেশনার ফলে আজ থেকে ৫টি কোম্পানি এ ক্যাটাগরিতে লেনদেন হবে। কোম্পানিগুলো হলো- রেনউয়িক যজ্ঞেশ্বর, লিবরা ইনফিউশনস, প্রাইম ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট এবং এবি ব্যাংক লিমিটেড।
বি ক্যাটাগরিতে ফিরেছে: নতুন এ নির্দেশনার ফলে আজ থেকে ৭টি কোম্পানি এ ক্যাটাগরিতে লেনদেন হবে। কোম্পানিগুলো হলো- বিডি থাই, সালভো কেমিক্যাল, সাফকো স্পিনিং, অ্যাপোলো ইস্পাত, জাহিনটেক্স, খান ব্রাদার্স পিপি এবং ফু-ওয়াং সিরামিক লিমিটেড।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত BSEC Directive No. SEC/CMRRCD/2009-193/177 and BSEC Order No. SEC/CMRRCD/2009-193/178 dated October 27, 2015 অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরীতে উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য ৩০ কার্যদিবস মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান