১৫ জীবন বীমা কোম্পানির তহবিল বেড়েছে

সময়: রবিবার, নভেম্বর ৩, ২০১৯ ৯:২৯:২৯ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত বছর ১৫ জীবন বীমা কোম্পানির তহবিল বেড়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে কোম্পানিগুলোর দাখিল করা তথ্য বিশ্লেষনে এ চিত্র উঠে এসেছে।
তহবিল বাড়ার তালিকায় থাকা কোম্পানিগুলো হলো-ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বায়রা লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা করপোরেশন ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।
আইডিআরএর তথ্য অনুযায়ী, গত বছর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জীবন বীমা তহবিল দাঁড়িয়েছে ৩ হাজার ৪৬১ কোটি ৫৬ লাখ টাকা। এর আগের বছর যার পরিমাণ ছিল ৩ হাজার ২৯০ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে ন্যাশনাল লাইফের তহবিল বেড়েছে ৫ দশমিক ১৯ শতাংশ।
গত বছর ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের তহবিল দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৯ কোটি ৬৭ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ৩ হাজার ৬৭৪ কোটি ২২ লাখ টাকা। এ অনুযায়ী আগের বছরের তুলনায় গত বছর ডেল্টা লাইফের তহবিল বেড়েছে ৪ দশমিক ২৩ শতাংশ।
২০১৮ সালে প্রগতি লাইফের তথ্য জীবন বীমা তহবিল দাঁড়িয়েছে ৫৫৪ কোটি ৯৪ লাখ টাকায়। যা এর আগের বছর ছিল ৫২১ কোটি ৬৫ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর কোম্পানিটির তহবিল বেড়েছে ৬ দশমিক ৩৮ শতাংশ।
গত বছর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের তহবিল দাঁড়িয়েছে ৮৮০ কোটি ৯৯ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ৮৪৬ কোটি ৬৬ লাখ টাকা। এ অনুযায়ী ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে কোম্পানিটির তহবিল বেড়েছে ৪ দশমিক শূন্য ৫ শতাংশ।
গত বছর রুপালী লাইফ ইন্স্যুরেন্সের তহবিল দাঁড়িয়েছে ৪৫০ কোটি ৬৪ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ৪২৬ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর এ কোম্পানির তহবিল বেড়েছে ৫ দশমিক ৬০ শতাংশ।
২০১৮ সালে সোনালী লাইফের তহবিল দাঁড়িয়েছে ৬০ কোটি ১৫ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ২৫ কোটি ৩১ লাখ টাকা। এ অনুযায়ী ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে কোম্পানিটির তহবিল বেড়েছে ১৩৭ দশমিক ৬৭ শতাংশ।
২০১৮ সালে সানফ্লাওয়ার লাইফের তহবিল দাঁড়িয়েছে ১৮০ কোটি ৯২ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ১৭২ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর এ কোম্পানির তহবিল বেড়েছে ৪ দশমিক ৬৩ শতাংশ।
এদিকে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের তহবিল ২০১৮ সালে এসে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ টাকায়। যা এর আগের বছর ছিল ৭৩ লাখ টাকা। এ অনুযায়ী ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে কোম্পানিটির তহবিল বেড়েছে ৫৪ দশমিক ১৯ শতাংশ।
জানা গেছে, ২০১৮ সালে বায়রা লাইফ ইন্স্যুরেন্সের তহবিলও আগের বছরের তুলনায় বেড়েছে। গত বছর এ কোম্পানির তহবিল দাঁড়িয়েছে ৭৮ কোটি ৩১ লাখ টাকায়। যা এর আগের বছর ৭ কোটি ৭১ লাখ টাকা। অর্থাৎ ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বায়রা লাইফের তহবিল বেড়েছে ৯১৬ দশমিক ১৪ শতাংশ।
এদিকে ২০১৮ সালে বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের তহবিল দাঁড়িয়েছে ৬ কোটি ৬৩ লাখ টাকায়। যা এর আগের বছর ছিল মাত্র ৫৩ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর বেস্ট লাইফের তহবিল বেড়েছে ১ হাজার ১৫০ শতাংশ।
২০১৮ সালে চাটার্ড লাইফের তহবিল দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ১ কোটি ২১ লাখ টাকা। এ অনুযায়ী ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে কোম্পানিটির তহবিল বেড়েছে ২৫১ দশমিক ৮০ শতাংশ।
এছাড়াও গত বছর গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের তহবিল বেড়েছে ৬০ দশমিক শূন্য ৯ শতাংশ, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের তহবিল বেড়েছে শূন্য দশমিক ১৯ শতাংশ, জীবন বীমা করপোরেশনের তহবিল বেড়েছে ৩ দশমিক ৯৫ শতাংশ ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের তহবিল বেড়েছে ৭ দশমিক ৬৮ শতাংশ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৭৯ বার পড়া হয়েছে ।
Tagged