পুঁজিবাজারে ২৭ বীমা কোম্পানির তালিকাভুক্তি

১৫ নভেম্বরের মধ্যে রোডম্যাপ জমা দেয়ার নির্দেশ

সময়: মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০১৯ ৯:৩১:২৯ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য ২৭ বীমা কোম্পানিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে রোডম্যাপ জমা দেয়ার নির্দেশনা দিয়েছে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ (আইডিআরএ)। গতকাল সোমবার তালিকাবহির্ভূত বীমা কোম্পানিগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৈঠকে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে আইডিআরএ সদস্য বোরহান উদ্দীন আহমেদ ‘দৈনিক শেয়ারবাজার প্রতিদিন’-কে বলেন, ‘তালিকাবহির্ভুত বীমা কোম্পানিগুলো কীভাবে, কোন প্রক্রিয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে তা আমরা ১৫ নভেম্বরের মধ্যে জানানোর নির্দেশনা দিয়েছি। কারণ ডিসেম্বরের মধ্যে কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে হবে। আর তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।’
প্রসঙ্গত: এর আগে গত ১৬ সেপ্টেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে অর্থমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ১৮টি লাইফ ও ৯টি নন-লাইফ বীমা কোম্পানিকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দেয় আইডিআরএ। অন্যথায় বীমা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানায় নিয়ন্ত্রণ সংস্থা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ পাওয়া ১৮টি জীবন বীমা কোম্পানি হলো- বায়রা লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স, প্রটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ পাওয়া ৯টি সাধারণ বীমা কোম্পানি হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং সিকদার ইন্স্যুরেন্স।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৮৩ বার পড়া হয়েছে ।
Tagged