নিজস্ব প্রতিবেদক : দীর্ঘমন্দা বাজারে সাধারণ বিনিয়োগকারী দিশেহারা। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও তেমন সক্রিয় নয়। তবে ব্যাংক খাতের অধিকাংশ কোম্পানিতে বিনিয়োগ বাড়িয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তালিকাভুক্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সেপ্টেম্বর মাসের হালনাগাদ তথ্য পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সেপ্টেম্বরে এবি ব্যাংকের ৩৩ দশমিক ৯৭ শতাংশ বা ২৫ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৮৬৮টি শেয়ারে বিনিয়োগ করেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। সে হিসেবে উদ্যোক্তা পরিচালকদের চেয়ে বেশি শেয়ার আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। ব্যাংকটির ৭৫ কোটি ৮১ লাখ ৩০ হাজার ৩১৬টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আছে ২৯ দশমিক ২৫ শতাংশ বা ২২ কোটি ১৭ লাখ ৫৩ হাজার ১১৭টি।
আলোচ্য সময়ে ব্যাংক এশিয়ার ৩৩ দশমিক ২৭ শতাংশ বা ৩৮ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ২১২টি শেয়ার ধারণ করেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এছাড়া সাউথইস্ট ব্যাংকের ৩১ দশমিক ৬১ শতাংশ বা ৩৬ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার ৬৫৭টি শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।
এবি ব্যাংক, ব্যাংক এশিয়া এবং সাউথইস্ট ব্যাংকসহ ২০টি ব্যাংকে সেপ্টেম্বর মাসে বিনিয়োগ বাড়িয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তবে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ৮টিতে বিনিযোগ কমেছে এ খাতের বিনিয়োগকারীদের। এছাড়া ডিএসইতে ২টি কোম্পানির তথ্য হালনাগাদ হয়নি।
যেসব ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে সেগুলো হচ্ছে- এবি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ার বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, অধিকাংশ সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও সাধারণ বিনিয়োগকারীদের মতোই আচরণ করে। ব্যাংকের শেয়ারের দর কম বলেই হয়ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ বাড়িয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে এটা একটা সুখবর। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সবসময় ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ করে। কিন্তু মন্দা বাজারে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি তাদের বিনিয়োগও আটকে গেছে। তারল্য সংকটের এ বাজারে তারাও সাইড লাইনে অবস্থান করছে। তবে পুঁজিবাজারে বিনিয়োগ করতে রেপোর (পুনঃক্রয় চুক্তি) মাধ্যমে অর্থ সরবারহ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। ফলে বাজার স্থিতিশীল হবে বলে আশা করছেন তারা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান
২০ ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে
সময়: বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯ ১০:৩৭:৫৮ পূর্বাহ্ণ