নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রিলায়েন্স ইন্স্যুরেন্সের কর্পোরেট উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্পোরেট উদ্যোক্তা পরিচালক মিনহার ফিসারিজ লিমিটেডের ধারণ করা ৬৪ লাখ ৫২ হাজার ১৯৯ টি শেয়ারের মধ্যে ২৪ লাখ ৫২ হাজার ১৯৯ টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদর অনুযায়ী ব্লক মার্কেটে এ শেয়ার বিক্রি করা হবে।
এদিকে আজ প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৭ টাকা লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৪১ টাকা ৬০ পয়সা থেকে ৫৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ১০৫ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে রির্জার্ভের পরিমাণ ৪৮৫ কোট ৯২ লাখ ৯০ হাজার টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৯.০২। হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৮.৭৪। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৮৭টি। ৩১ জুলাই ২০১৯ সাল পর্যন্ত পরিচালকদের কাছে রয়েছে ৬৬.০৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.৩৫ শতাংশ শেয়ার, ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৭.৫৬ শতাংশ শেয়ার।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী