নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড দুই ওষুধ কোম্পানির সাথে চুক্তি সম্পন্ন করেছে। কোম্পানি দুইটি হচ্ছে- এম/এস রেনেটা অনকোলজি লিমিটেড এবং এম/এস অ্যাপেক্স ফার্মা লিমিটেড। গতকাল সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদ চুক্তি অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চুক্তি অনুযায়ী, স্কয়ার ফার্মা কোম্পানির বিদ্যমান চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদন করবে এবং নতুন পন্য বাজারজাত করবে।
উল্লেখ্য, এ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৯ সালে কোম্পানিটি ৪৯ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের।
বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৪ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৩ টাকা ৭০ পয়সা।
ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৯) কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময় ছিল ৭ টাকা ৪৬ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৪ টাকা ১২ পয়সা ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান