নিজস্ব প্রতিবেদক : শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের করপোরেট পরিচালক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অপরদিকে, এ কোম্পানির করপোরেট পরিচালক এসোসিয়েট বিল্ডার্স করপোরেশন লিমিটেডের কাছে থাকা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৯২ লাখ ৬৩ হাজার ৩১৬টি শেয়ারের মধ্যে ৮২ লাখ ৯৮ হাজার ৭৬০টি শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। যেখানে এসোসিয়েট বিল্ডার্সের পরিচালক নাশিদ ইসলাম ২০ লাখ ৭৪ হাজার ৬৯০টি শেয়ার, সুভাষ চন্দ্র ঘোষ ৪১ লাখ ৪৯ হাজার ৩৮০টি শেয়ার এবং মুস্তাকুর রহমান ২০ লাখ ৭৪ হাজার ৬৯০টি শেয়ার ক্রয় করবেন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান