২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

সময়: রবিবার, নভেম্বর ১৭, ২০১৯ ৬:০৬:০৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- কনফিডেন্স সিমেন্ট ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কনফিডেন্স সিমেন্টের এজিএম আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ২২ ডিসেম্বর এজিএমের তারিখ ঘোষণা করেছিল।
এছাড়া ওয়েস্টার্ন মেরিনের শিপইয়ার্ডের এজিএম আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ২৩ নভেম্বর এজিএমের তারিখ ঘোষণা করেছিল।
এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানি দুইটি।
প্রসঙ্গত, ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য কনফিডেন্স সিমেন্ট ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
এদিক ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সমাপ্ত আর্থিক বছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৪৩ বার পড়া হয়েছে ।
Tagged