২ কোম্পানির

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

সময়: সোমবার, নভেম্বর ৩০, ২০২০ ৫:১৯:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। এগুলো হলো: রূপালী ইন্স্যুরেন্স এবং অগ্নি সিস্টেম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেডের (সিআরআইএসএল) সিপিএ (ক্লেইম পেয়িং অ্যাবিলিটি) রেটিং অনুসারে রূপালী ইন্স্যুরেন্সের রেটিং হয়েছে ‘এএ+’। ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই রেটিং করা হয়েছে।
ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী অগ্নি সিস্টেমের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন ২০১৯ সমাপ্ত নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই রেটিং করা হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৭৫৬ বার পড়া হয়েছে ।
Tagged