নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো: এনভয় টেক্সটাইল ও সিলভা ফার্মা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এনভয় টেক্সটাইলের বোর্ড সভা আগামী ১২ অক্টোবর শনিবার দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
এদিকে আজ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ২৮ টাকা ১০ পয়সা থেকে ৪১ টাকা ২০ পয়সায় ওঠানামা করে।
সিলভা ফার্মাসিটিউক্যালসের রোর্ড সভা আগামী ১৬ অক্টোবর বুধবার দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আজ এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ টাকায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১৬ টাকা ১০ পয়সা থেকে ৩৯ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী