৩ কোম্পানির লভ্যাংশ প্রেরণ

সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ২৮, ২০২১ ১:২৫:৫৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানি দুইটি হচ্ছে- কোহিনুর কেমিক্যাল, ফার্মা এইড লিমিটেড ও ন্যাশনাল টিউবস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোহিনুর কেমিক্যাল নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে। অন্যদিকে ন্যাশনাল টিউবসও নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে ব্যাংক হিসাবে জমা করেছে।
উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোহিনুর কেমিক্যাল ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ। আর ন্যাশনাল টিউবস ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ফার্মা এইড লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫৯১ বার পড়া হয়েছে ।
Tagged