২ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু

সময়: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ২:৩০:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : রেকর্ড ডেটের পর আগামীকাল লেনদেন শুরু হবে থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠান ২টি হলো- লংকাবাংলা ফাইন্যান্স এবং ক্যাপিটেক গ্রোথ ফান্ড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য হিসাব বছরে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২১ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

এদিকে, ক্যাপিটেক গ্রোথ ফান্ড সমাপ্ত অর্থবছরের নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

 

Share
নিউজটি ১৩ বার পড়া হয়েছে ।
Tagged