৩৩ মিলিয়ন ইউরো ঋণখেলাপি নিয়ে জবাব চাইলো আইএনজি ব্যাংক

সময়: বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫ ৭:১৩:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: জার্মানিতে ৩৩ মিলিয়ন ইউরো ঋণ খেলাপির ঘটনায় শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ করেছে বাংলাদেশ সরকার। ঋণের অর্থ আদায়ে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-কে একটি চিঠি পাঠায় ডাচ বহুজাতিক আইএনজি ব্যাংকের জার্মান শাখা, যা নিয়ে বিস্তারিত আলোচনা হয় গত ২১ মে বৈদেশিক ঋণ ও সাপ্লায়ার্স ক্রেডিট যাচাই কমিটির বৈঠকে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, বেক্সিমকো ঋণ পরিশোধে ব্যর্থ হলে বিদ্যমান আইনি কাঠামোর আওতায় ব্যবস্থা নিতে পারবে ঋণদাতা প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেক্সিমকো ৩৩ মিলিয়ন ইউরো ইসিএ টার্ম ঋন নিলেও তার আসল অর্থ বা জামানত পরিশোধ করেনি। ফলে আইএনজি ব্যাংক জানতে চেয়েছে, সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে।

তথ্যমতে, বেক্সিমকো গ্রুপের মোট ব্যাংকঋণ প্রায় ৫০ হাজার কোটি টাকা, যার বড় অংশই খেলাপি। শুধু জনতা ব্যাংক থেকেই তারা প্রায় ২৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। চলতি বছরের ৯ মার্চ থেকে বেক্সিমকোর ১৪টি কারখানা স্থায়ীভাবে বন্ধ রয়েছে, যার শ্রমিকদের পাওনা সরকার পরিশোধ করেছে।

এদিকে, দেশবন্ধু গ্রুপও ৪.১০ মিলিয়ন ইউরো পরিশোধে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে চেক প্রজাতন্ত্রের দূতাবাস। এই প্রসঙ্গ নিয়েও স্ক্রুটিনি কমিটির বৈঠকে আলোচনা হয়। শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে বিডাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের পতনের পর বেক্সিমকো চেয়ারম্যান সালমান এফ রহমান গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। যুক্তরাজ্য সরকার তার পরিবারের বিদেশি সম্পত্তিও জব্দ করেছে। অন্যদিকে, দেশবন্ধু চেয়ারম্যান গোলাম মোস্তফা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

Share
নিউজটি ৪০ বার পড়া হয়েছে ।
Tagged