২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

৩ কোম্পানির বোর্ডসভার তারিখ নির্ধারণ

সময়: বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২০ ১১:১৭:০৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বোর্ডসভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট লিমিটেড এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের বোর্ডসভা আগামী ৭ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।
২০১৯ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট লিমিটেডের বোর্ডসভা আগামী ৭ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা। ২০১৯ সালে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা আগামী ৪ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ওই সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
২০১৮ সালে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৭৩ বার পড়া হয়েছে ।
Tagged