নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের পর আগামীকাল ৩ প্রতিষ্ঠানের লেনদেন শুরু হবে। প্রতিষ্ঠানগুলো হলো- ইস্টার্ন ক্যাবলস, অগ্নি সিস্টেমস এবং আইবিবিএল ২য় পারপেচ্যুয়াল বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অগ্নি সিস্টেমস : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪.৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ১৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৬২ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ১৫ টাকা ৯৫ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ইস্টার্ন কেবলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৪৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৪৪ টাকা ৬৫ পয়সা।
আইবিবিএল দ্বিতীয় পার্পেচ্যুয়াল মুদারাবা বন্ড : বন্ডটির পরিচালনা পর্ষদ বার্ষিক প্রফিট রেট ৯.২৮% ঘোষণা করেছে। ২০২৪ সালের জন্য এই প্রফিট রেট ঘোষণা করা হয়েছে।