নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- রিপাবলিক ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং রবি আজিয়েটা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রিপাবলিক ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ৭ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৪০ পয়সা।
৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৭৮ পয়সা।
বাংলাদেশ ফাইন্যান্স: প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত ইপিএস হয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২০ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৮২ পয়সা।
৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ৩০ টাকায়।
রবি আজিয়েটা: প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত ইপিএস হয়েছে ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২০ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৭৪ পয়সা।
৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৩২ পয়সা।
বিডি থাই অ্যালুমিনিয়াম : অর্থবছরের তৃতীয়কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৫ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬৭ পয়সা।
প্রথম প্রান্তিকশেষে ৩১ মার্চ, ২০২৫ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ০৯ পয়সা।