নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিগুলো হলো: জেমিনী সী ফুড, ডেফোডিল কম্পিউটার্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স ও গ্লোবাল ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জেমিনী সী ফুড কোম্পানিকে দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ ও স্বল্পমেয়াদী ‘এসটি-ফোর’ রেটিং দেওয়া হয়েছে। ২০১৮ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০১৯ আর্থিক বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মানদন্ড নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
ডেফোডিল কম্পিউটার্স কোম্পানিকে দীর্ঘমেয়াদী ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদী ‘এসটি-টু’ রেটিং দেওয়া হয়েছে। ২০১৮ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মানদন্ড নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিকে দীর্ঘমেয়াদী ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদী ‘এসটি-থ্রি’ রেটিং দেওয়া হয়েছে। ২০১৮ আর্থিক বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মানদন্ড নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানিকে দীর্ঘমেয়াদী ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদী ‘এসটি-টু’ রেটিং দেওয়া হয়েছে। ২০১৮ আর্থিক বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মানদন্ড নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী