৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে উত্তরা ফাইন্যান্স

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯ ৬:৩৮:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে রেজিস্ট্রার্ড, আনসিকিউরড, আনলিস্টেড বন্ড ইস্যু করবে। বন্ডের ডিসকাউন্টেড ইস্যু মূল্য ৩৭৩ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ১৭ টাকা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করা হবে।
এ বন্ডের ফেস ভ্যালু ৫০০ কোটি টাকা। ৫ বছর মেয়াদি প্রতি বন্ডের ডিনোমাইনেশন ৫ লাখ টাকা, ডিসকাউন্ট রেট ১০.৫০ শতাংশ। উত্তরা ফাইন্যান্স ব্যবসা সম্প্রসারণ, ফান্ডিং সোর্সের বৈচিত্র্য এবং বন্ড মার্কেটের উন্নয়নে এ বন্ড ইস্যু করা হবে।
আজ প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৫৫ টাকা ৫০ পয়সায়। এর অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২৫ কোটি ২২ লাখ টাক। রিজার্ভে রয়েছে ৫১০ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকা। এর মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৫২ লাখ ২০ হাজার ৪৮০টি। এর মধ্যে ৩০ নভেম্বর ২০১৯ পরিচালকাদের হাতে ছিল ৪৮.৩৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৪.৯৬ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৩.৯১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১২.৭৮ শতাংশ শেয়ার ছিল। ‘এ’ ক্যাটাগরির উত্তরা ফাইন্যান্স ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৭৭ বার পড়া হয়েছে ।
Tagged