নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক আবু হেনা মোস্তফা কামাল তার হাতে থাকা মোট ২৫ লাখ শেয়ারের মধ্যে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাজারদর অনুযায়ী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে এসব শেয়ার বিক্রি করা হবে।
এদিকে আজ এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৮ টাকা ৮০ পয়সা থেকে ১৩ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।
২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৬২ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৮৬ কোটি ২৫ লাখ ৯ হাজার ২৭৫টি। ২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী