৬ কোম্পানির এজিএম সম্পন্ন

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯ ৮:৪৭:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিগুলো হলো- আমরা টেকনোলজি লিমিটেড, হা-ওয়েল টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড, ফার্মা এইডস লিমিটেড, ওয়াটা কেমিক্যাল লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড ও আমরা নেটওয়ার্ক লিমিটেড।

আমরা টেকনোলজি: বর্তমানে টেকনোলজি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সকালে যে টেকনোলজি আবিষ্কার হচ্ছে বিকেলে তা পুরনো হয়ে যাচ্ছে। তাই আমরা শুধু একটি টেকনোলজিতে নয়, সব টেকনোলজি নিয়েই কাজ করতে চাচ্ছি। তারই অংশ হিসেবে আমরা ভারতের সেভেন সিস্টারর্সে ইন্টারনেট বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছি। গতকাল আমরা টেকনোলজির ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যবস্থাপনা পরিচালক সায়েদ ফারহাদ আহমেদ একথা জানান।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের গণপূর্ত অধিদফতর (পিডব্লিউডি) এবং ভারতের গণপূর্ত অধিদফতরের (পিডব্লিউডি) এর সাথে সমন্বয় করে ফাইবার অপটিকসের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করবো।
সভায় ঘোষিত ডিভিডেন্ডসহ ৫টি এজেন্ডা অনুমোদন করেন বিনিয়োগকারীরা। সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক সায়েদা মুনিয়া আহমেদ, ফাহমিদা আহমেদ, স্বতন্ত্র পরিচালক শহিদুল ইসলাম, কোম্পানির সিএফও, সেক্রেটারিসহ শেয়ারহোল্ডাররা।

হা-ওয়েল টেক্সটাইল: বস্ত্র খাতের কোম্পানি হা-ওয়েলের ১৭তম এজিএম) গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় ঘোষিত ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
কোম্পানি হা-ওয়েল টেক্সটাইলের লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

ফার্মা এইডস : ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডসের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। গতকাল সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটরিয়ামে কোম্পানি ৩৮তম এজিএমে এ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান এমএ মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুল হাসান, পরিচালক শাহিনুর বেবি, শাহিনুর বেগম এবং কোম্পানি সচিব কেএইচ রেজা।
ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল হাসান শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, আমাদের কোম্পানিতে যেসব কাঁচামালের প্রয়োজন বিশ্বব্যাপী তার অভাব দেখা দিয়েছে। তাই দামও কিছুটা বেড়েছে। পাশাপাশি সময়মতো ডেলিভারিও পাওয়া যাচ্ছে না। এবছর ওয়্যারহাউজ নির্মাণে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। তারপরও শেয়ারহোল্ডারদের খুশি করার চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে পারব।

ওয়াটা কেমিক্যাল: ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালসের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। গতকাল ৩৭তম এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এ লভ্যাংশ অনুমোদন করা হয়। ৩০জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ছাড়াও অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হয়।

ইউনিক হোটেল : গতকাল ঢাকার গুলশান ক্লাবে চেয়ারম্যান সেলিনা আলীর সভাপতিত্বে ১৮তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৮-১৯ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত ২০ শতাংশ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নূর আলী, পরিচালক খালেদ নূর, নাবিলা আলী, চৌধুরী নাফিজ সারাফাত, মো. মোহসিন, গাজী সাখওয়াত হোসেন, মো. গোলাম সারওয়ার স্বতন্ত্র পরিচালক মো. সাত্তার, মো. ফুরকান উদ্দিন।

আমরা নেটওয়ার্ক : গতকাল এ কোম্পানির ১৮তম এজিএম অনুষ্ঠিত হয়েছ্ ে সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান সায়েদ ফারুক আহমেদ। এ সময় ডিভিডেন্ডসহ ৫টি এজেন্ডা অনুমোদন করা হয়।
আরো উপস্থিত ছিলেন পরিচালক সায়েদা মুনিয়া আহমেদ, ফাহমিদা আহমেদ, স্বতন্ত্র পরিচালক শহিদুল ইসলাম। এছাড়া কোম্পানির সিএফও, সেক্রেটারিসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৫৫৬ বার পড়া হয়েছে ।
Tagged