অনুমোদিত মূলধন বাড়াবে শাহজালাল ইসলামী ব্যাংক

সময়: বুধবার, অক্টোবর ৩০, ২০১৯ ৭:৩৭:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে ১৫০ কোটি টাকা বৃদ্ধি করা হবে। এজন্য কোম্পানিটি সংঘস্বারকের প্রয়োজনীয় অনুচ্ছেদ সংশোধন করবে। বাংলাদেশ ব্যাংক ও বিনিয়োগকারীদের সর্বসম্মতি নিয়ে মূলধন বাড়াতে পারবে।
এজন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত তারিখ ও সময় পরবর্তীতে নোটিসের মাধ্যমে জানানো হবে।

এদিকে আজ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৪ টাকা ১০ পয়সায় লেনদেন। গত এক বছরে এ শেয়ারের দর ২৩ টাকা ১০ পয়সা থেকে ২৫ টাকায় ওঠানামা করে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৩৩ কোটি ৪২ লাখ ১০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৯৩ কোটি ৩৪ লাখ ২১ হাজার ২৭২টি। ২০০৭ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৩৭ বার পড়া হয়েছে ।
Tagged