এমজেএলবিডির নাম পরিবর্তনের সিদ্ধান্ত

সময়: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ১১:৪১:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএলবিডির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিবর্তে এমজেএল বাংলাদেশ পিএলসি নাম রাখবে।

কোম্পানিটির নতুন নামের প্রস্তাবে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আগামী ১২ মার্চ, রোববার থেকে শেয়ারবাজারে নতুন নামে লেনদেন করবে কোম্পানিটি।

কোম্পানিটি জানিয়েছে, নাম পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিটি ৩০ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর আগের অর্থবছরে অর্থাৎ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিটি।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৫০ পয়সা।

এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৩৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৯ টাকা ৭২ পয়সা।

‘এ’ ক্যাটাগরি কোম্পানিটি ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৫৬০ কোটি ১৭ লাখ টাকা।

কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার কোটি টাকা এবং ৩১৬ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩১ কোট ৬৭ লাখ ৫২ হাজার ২৭টি শেয়ার রয়েছে।

এর মধ্যে ৭১.৫২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২১.৫৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৫২ শতাংশ বিদেশি এবং ৬.৭৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

Share
নিউজটি ১৪৯ বার পড়া হয়েছে ।
Tagged