ওয়ান ব্যাংকের সাড়ে ৩ শতাংশ স্টক ডিভিডেন্ডে সম্মতি

সময়: বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪ ৪:৩৬:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক পিএলসির সাড়ে ৩ শতাংশ স্টক ডিভিডেন্ডে অনুমোদন জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৩.৫০ শতাংশ ক্যাশ এবং ৩.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

আলোচ্য সমেয় কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। ২০২২ সালে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৫১ পয়সা।

সমাপ্ত অর্থবছরে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ১ টাকা ৬৫ পয়সা।

৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ১৮ টাকা ২৪ পয়সা।

 

Share
নিউজটি ১৯ বার পড়া হয়েছে ।
Tagged