ডিএসইর দর পতনের শীর্ষে সেন্ট্রাল ফার্মাসিউক্যালস

সময়: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৪:২৭:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১১ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সেন্ট্রাল ফার্মাসিউক্যালস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় ৭০ পয়সা বা ৫.৪৬ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কে অ্যান্ড কিউয়ের শেয়ারদর কমেছে ৩.৮২ শতাংশ। আর ৩.১২ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইমাম বাটন, সোনালী লাইফ, মনোস্পুল পেপার, ইউনিয়ন ক্যাপিটাল, আরডি ফুড, গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স এবং নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

 

 

Share
নিউজটি ১১৭ বার পড়া হয়েছে ।
Tagged