দুই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক নিয়োগ পেল আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট

সময়: সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯ ৮:১২:৪৩ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড দুটির অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশকে পরিবর্তনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টকে আলোচ্য ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন।
গতকাল রোববার বিএসইসি ৭১১তম কমিশন সভায় এই অনুমোদন দিয়েছে।
বিএসইসি’র তথ্যমতে, মিউচ্যুয়াল ফান্ড আইনের ৩১ ধারা অনুযায়ী, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান পরিবর্তনে ৭০ দশমিক ১০ শতাংশ ইউনিটধারী লিখিত মতামত ও ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-বিজিআইসি’র আবেদনের প্রেক্ষিতে বর্তমান সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিবর্তনে অনুমোদন দিয়েছে কমিশন।
এদিকে, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডটির অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান পরিবর্তনে ৭২ দশমিক ৭৫ শতাংশ ইউনিটধারী লিখিত মতামত ও ট্রাস্টি বিজিআইসি’র আবেদনের প্রেক্ষিতে সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিবর্তনের অনুমোদন দিয়েছে কমিশন। একইসঙ্গে দুটি সম্পদ ব্যবস্থাপক হিসেবে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টকে নিয়োগের অনুমোদন দিয়েছে কমিশন।
এর আগে উচ্চ আদালত ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান পরিবর্তনের উপর ২০২০ সালের ৮ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল। যা গত ১ ডিসেম্বর চেম্বার জজ প্রত্যাহার করেন। পরবর্তীতে গত ৮ ডিসেম্বর ফান্ড দুটির অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান পরিবর্তনে চেম্বার জজের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহারের রায় বহাল রাখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্জ। এর মাধ্যমে ফান্ড দুটির অ্যাসেট ম্যানেজার পরিবর্তনে বিএসইসির সামনে কোনো বাধা রইল না।
গত ২৯ অক্টোবর ইউনিটহোল্ডাররা ট্রাস্টি প্রতিষ্ঠান বিজিআইসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও ট্রাস্টি সদস্য আহমেদ সাইফুদ্দিন চৌধুরীকে অ্যাসেট ম্যানেজার পরিবর্তনে চিঠি দিয়েছিল। এই আবেদনের পেক্ষিতে ট্রাস্টি ৩১ অক্টোবর কমিশনের অনুমতি চেয়ে চিঠি দেয়। তবে এ পরিবর্তনে স্থগিতাদেশ চেয়ে রিট করেছিল বর্তমান অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ। ফান্ড ব্যবস্থাপনায় ব্যর্থ হওয়ায় সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশকে পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩৫ বার পড়া হয়েছে ।
Tagged