editorial

পুঁজিবাজারের দরপতন ঠেকাতে বিনিয়োগ বাড়াচ্ছে আইসিবি

সময়: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০১৯ ১০:৩৭:০০ পূর্বাহ্ণ


দেশের পুঁজিবাজারে টানা দরপতন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারের মন্দাবস্থা মোকাবেলায় রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমন্টে কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) যথাসাধ্য বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আইসিবি’র পরিচালনা পর্ষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি পুঁজিবাজারের জন্য নতুন তহবিল গঠনের লক্ষ্যেও আইসিবি কয়েকটি পরামর্শ সভা করেছে। ওই লক্ষ্যে একটি একশন প্ল্যান তৈরির কথাও বিবেচনা করা হচ্ছে। পুঁজিবাজারে বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় আইসিবি’র পক্ষ প্রতিষ্ঠানটির সাবেক শীর্ষ কর্মকর্তাদের কাছে পরামর্শ চাওয়া হয়। তারা মিউচ্যুয়াল ফান্ড, বন্ড ছেড়ে তহবিল গঠন ছাড়াও আইসিবিকে আরো ইউনিট ফান্ড গঠনের বিষয়ে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বাজারে যাতে নতুন বিনিয়োগকারী আসে সেদিকেও জোর দেয়া জরুরি। কারণ তাতে বাজারে ইতিবাচব প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঙ্কট দেখা দিয়েছে। সেজন্য তারা শেয়ার কেনার চেয়ে বিক্রিতেই বেশি আগ্রহী হয়ে পড়ছে। তাতে বাজারদরের পতন ত্বরান্বিত হচ্ছে। অবশ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ বাড়ায়, তাহলে হয়তো বাজার ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু তারাও এখন সাইডলাইনে অবস্থান করছে।
চলতি অর্থবছরে আইসিবি পুঁজিবাজারে ২৯শ’ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। তাছাড়া ইক্যুইটি হিসেবে ৪০ কোটি টাকা বিতরণ করবে। সরকারের সাথে সম্পাদিত বার্ষিক চুক্তির আওতায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া চুক্তি অনুযায়ী পুঁজিবাজারে উল্লিখিত পরিমাণ অর্থ বিনিয়োগ ছাড়াও চলতি অর্থবছর মোট ১ হাজার ১৭৫ কোটি টাকা ঋণ বিতরণ করবে আইসিবি। এর মধ্যে মার্জিন ঋণ দেয়া হবে ৮শ কোটি টাকা এবং প্রকল্প ঋণ দেবে ৩৭৫ কোটি টাকা।

Share
নিউজটি ৩১৭ বার পড়া হয়েছে ।