পূবালী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

সময়: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১১:৩২:৪৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ১২ মে পূবালী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকর্ড ডেটের কারণে আগামী ১২ মে এই ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

জানা যায়, ৩১, ডিসেম্বর ২০২৩ অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকটি।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৫ টাকা ৪৯ পয়সা।

এছাড়া, সমাপ্ত অর্থবছরে একভাবে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৫ টাকা ১৮ পয়সা।

৩০ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৬ টাকা ৩৩ পয়সা।

আগামী ৫ জুন সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

Share
নিউজটি ১৬ বার পড়া হয়েছে ।
Tagged