সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

সময়: শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩ ৪:০০:১২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ দশমিক ৭৮ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৪ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ বেড়ে ৬ হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে কমেছে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক। ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৮ দশমিক ১৪ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে ৩ দশমিক ৯৩ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১২টির।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৯৮১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭০১ কোটি ৮১ লাখ টাকার বা ৩০.৭৮ শতাংশ লেনদেন বেড়েছে।

 

 

Share
নিউজটি ১০৩ বার পড়া হয়েছে ।
Tagged