বেসিক ব্যাংকের এমডি সাড়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯ ১০:৪৮:১২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিশেষায়িত বেসিক ব্যাংকের স্বতন্ত্র বেতন-কাঠামো বহাল রাখার দাবিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারিরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আলমকে সাড়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন। এসময় ব্যাংকের এমডি’র কক্ষের সামনে অবস্থান নিয়ে স্বতন্ত্র বেতন কাঠামো বহাল রাখার দাবি জানান তারা।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মতিঝিলের সেনা কল্যাণ ভবনে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখা হয়।
পরে অবরোধ তুলে নিলেও ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকে অবস্থান করেন এবং দফায় দফায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চালিয়ে যান।
বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্বতন্ত্র বেতনকাঠামো অনুযায়ী বেতন দেয়া সম্ভব হচ্ছে না। ব্যাংকটি বড় ধরনের লোকসানে থাকায় বিদ্যমান কাঠামোতে বেতন দেয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই বেসিক ব্যাংকের বর্ধিত বেতন কাঠামো বাতিল করা হয়েছে। এখন আন্দোলন করলে কী হবে? এমডি’র পক্ষে সিদ্ধান্ত দেয়া সম্ভব হবে না।’
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪১৯ বার পড়া হয়েছে ।
Tagged