ব্যবসা পরিধি বাড়াতে অবজেক্ট ক্লজ সংশোধন করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ

সময়: সোমবার, জুলাই ১৫, ২০১৯ ১২:০৩:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ব্যবসা পরিধি বাড়াতে নতুন পরিকল্পনা তৈরি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের ‘জেড’ ক্যাটাগরির অলটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। সে লক্ষ্যে কোম্পানিটি তাদের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের অবজেক্ট ক্লজ সংশোধন করে দুটি নতুন ক্লজ যুক্ত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির সংঘস্মারক বিধি পরিবর্তনের গত ২৭ ডিসেম্বর কোম্পানিটির কারখানা প্রাঙ্গনে বিশেষ সাধারণ সভার (ইজিএম) অনুষ্ঠিত হয়। বিনিয়োগকারীদের অনুমোদনের পর কোম্পানিটি তার সংঘস্মারক বিধিতে ধারা ৩২ ও ৩৩ অন্তর্ভুক্ত করে।
ধারা ৩২ অনুযায়ী অলটেক্স ইন্ডাস্ট্রিজ চামড়ার তৈরি পণ্য যেমন জুতা, ব্যাগ, বেল্ট, নন- ল্যাদার, ফেব্রিক, সিনেথেটিক, প্লাস্টিক, পেইন্টস, কেমিক্যাল ইত্যাদি ব্যবসা করতে পারবে। এছাড়া ধারা ৩৩ অনুযায়ী কোম্পানিটি অন্য ব্যবসা বা কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে।
কোম্পানিটির শেয়ার গতকাল সর্বশেষ ৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে ৭ টাকা ৩০ পয়সা থেকে ১৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয় এ কোম্পানির শেয়ার।
কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে (জানুযারী-মার্চ) শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ২ টাকা ৪৯ পয়সা। ২০১৯ আর্থিক বছরে ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৩ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ১৯ টাকা ৯৯ পয়সা। কোম্পানিটি ২০১৫ সালে সর্বশেষ ৪ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫০৫ বার পড়া হয়েছে ।
Tagged