ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন

সময়: রবিবার, মার্চ ২৭, ২০২২ ৪:৪৩:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬০ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর ৫৯ লাখ ৮৫ হাজার ৯০৫টি শেয়ার ৫৮বার হাত বদলের মাধ্যমে ৬০ কোটি ১৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসই ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের। কোম্পানিটির ২৭ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ফরচুন সুজের ১৪ কোটি ৩৩ লাখ ৯২ হাজার টাকা এবং তৃতীয় সর্বোচ্চ রেনেটার ২ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ইবনেসিনা ফার্মার ২ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ২ কোটি ১৩
লাখ ৪১ হাজার টাকা, আলহাজ্ব টেক্সটাইলের ১ কোটি ২০ লাখ ৮১ হাজার টাকা, স্কয়ার টেক্সটাইলের ১ কোটি ৮ লাখ ১৬ হাজার টাকা, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৯৫ লাখ ৪২ হাজার টাকা, আরডি ফুডের ৮২ লাখ ৯৮ হাজার টাকা, এইচআর টেক্সটাইলের ৫৯ লাখ ৬১ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ৫৩ লাখ ১০ হাজার টাকা,
গ্রামীণফোনের ৪৭ লাখ ৪ হাজার টাকা, ম্যাকসন স্পিনিংয়ের ৩৭ লাখ ৪৮ হাজার টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ২৩ লাখ ২৮ হাজার টাকা, ডাচবাংলা ব্যাংকের ২১ লাখ ১১ হাজার টাকা, ফিনিক্স ফাইন্যান্সের ২০ লাখ টাকা, কাট্টালি টেক্সটাইলের ১৯ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১৭ লাখ ৩২ হাজার টাকা, আমরা টেকনোলজিসের ১৬ লাখ ৫৬ হাজার টাকা, মার্কেন্টাইল ব্যাংকের ১৪ লাখ ৪৮ হাজার টাকা, ডোরিন পাওয়ারের ১৩ লাখ ৬৩ হাজার টাকা, ইয়াকিন পলিমারের ১১ লাখ ৭৫ হাজার টাকা, রহিমা ফুডের ৯ লাখ ৮৫ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৮ লাখ ৪৩ হাজার টাকা, জিবিবি পাওয়ারের ৭ লাখ ২০ হাজার টাকা, খান ব্রাদার্সের ৫ লাখ ৬৮ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ৫ লাখ ৬৫ হাজার টাকা, বিচ হ্যাচারির ৫ লাখ ৩০ হাজার টাকা এবং সোনালী পেপারের ৫ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ১৯৬ বার পড়া হয়েছে ।
Tagged