bangladesh bank

রিজার্ভ ৩২.৭৫ বিলিয়ন ডলার

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০১৯ ১১:৫৫:৩৯ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : রেমিট্যান্স বাড়ায় বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ সন্তোষজনক অবস্থায় রয়েছে। সম্প্রতি রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
গত জুলাই মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন মেয়াদের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
রেমিট্যান্স বাড়ায় তা ফের ৩৩ বিলিয়ন ডলারের কাছাকাছি অবস্থান করছে। তবে চলতি সপ্তাহে আকুর জুলাই-আগস্ট মেয়াদের বিল শোধের পর রিজার্ভ ফের কমে আসবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ- এই নয়টি দেশ বর্তমানে আকুর সদস্য। এই দেশগুলো থেকে বাংলাদেশ যে সব পণ্য আমদানি করে তার বিল দুই মাস পর পর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয়।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৭০ বার পড়া হয়েছে ।
Tagged