রেনেটার সঙ্গে একীভূত হচ্ছে রেনেটা অনকোলজি

সময়: বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০১৯ ৬:৫৪:৩৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনেটা লিমিটেডের সঙ্গে একীভূত হচ্ছে কোম্পানিটির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রেনেটা অনকোলজি লিমিটেড। নেট সম্পদ মূল্যের ভিত্তিতে রেনেটার সঙ্গে রেনেটা অনকোলজি মার্জ হবে। এক্ষেত্রে রেনেটার কাছে স্থানান্তর করা হবে রেনেটা অনকোলজি। রেনেটা অনকোলজির প্রতিটির শেয়ারের বিপরীতে রেনেটা লিমিটেডের ০.০২টি শেয়ার পাবে রেনেটা অনকোলজির শেয়ারহোল্ডাররা। অর্থাৎ রেনেটা অনকোলজির শেয়ারহোল্ডাররা প্রতি ১০০ শেয়ারের বিপরীতে রেনেটা লিমিটেডের ২টি শেয়ার প্রাপ্ত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, একীভূতকরণ কার্যক্রম কোম্পানির পাওনাদার, শেয়ারহোল্ডার এবং সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে অনুমোদন প্রাপ্তির পর এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩১৯ বার পড়া হয়েছে ।
Tagged