সাপ্তাহিক লেনদেনে শীর্ষে জেনেক্স ইনফোসিস

সময়: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ৭:১৮:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৯১৪টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ১৭৮ কোটি ৩৯ লাখ ৫ হাজার টাকা।

সাপ্তাহিক লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৬ লাখ ৪৭ হাজার ২৫২টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ১৭৭ কোটি ১২ লাখ ৪৮ হাজার টাকা।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৩৯৭টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ১৪৮ কোটি ৮৭ লাখ ৬১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৩৪ কোটি ৪৯ লাখ ৩২ হাজার টাকা, ইউনিক হোটেলের ১১০ কোটি ১৫ লাখ ৭২ হাজার টাকা, জেমিনি সি ফুডসের ৯৮ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার টাকা, এডিএন টেলিকমের ৭৭ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকার, এপেক্স ফুডের ৬৬ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার টাকা, ইন্ট্রাকো রিফ’য়েলিংয়ের ৬৬ কোটি ৭০ লাখ ৩৯ হাজার টাকা এবং রংপুর ডেইরি ফুডের ৫৯ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে (০২-০ এপ্রিল) ডিএসইতে তালিকাভুক্ত ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৪৪টি কোম্পানির। লেনদন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮৯৩ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ২৫৪ কোটি ১৬ লাখ টাকা বা ৭৬ দশমিক ৫১ শতাংশ।

 

Share
নিউজটি ১১৬ বার পড়া হয়েছে ।
Tagged