সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

সময়: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৫:০১:২৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ০১ নভেম্বর সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পতন ঘটে। পরবর্তীতে সকাল সাড়ে ১০টা থেকে সূচকের তীর একটানা উপরের দিকে উঠে যায়। এরপর বেলা ১১টা থেকে একটানা সূচকের পতন ঘটে। পুরোটা সময় অস্থির ছিল বাজারের অবস্থা। এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৩.৭১ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০.৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৩.৯৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির , কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৬১৪টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৭২০ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭২ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩১ অক্টোবর ডিএসইতে ১২ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ৮১৪টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৩৭১ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৫২২ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫ কোটি ৬ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৬.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৯৬.৩৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৪ লাখ ১৬ হাজার ৩৩৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৪৭৭ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৬ লাখ ২০ হাজার ৮৭৫ টাকা।

 

Share
নিউজটি ১৪০ বার পড়া হয়েছে ।
Tagged